30.9 C
New York
July 24, 2025
Ajker Kashiani

ভাটিয়াপাড়া স্কুলের সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মাহাবুবুর রহমান।

ভাটিয়াপাড়া স্কুলের সভাপতি হলেন শেখ মাহাবুবুর রহমান

রবিবার (৩ মার্চ) ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. ওসমান খান।

তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য শেখ মাহাবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে শেখ মাহাবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার মো. ওসমান খান।

সভাপতি শেখ মাহাবুবুর রহমান বলেন, ভাটিয়াপাড়া উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

আরো খবর

Microsoft’s Surface App Shows Accessory Battery Levels

admin

Fashion | ‘Ironic Pink’ And 4 Other Back-To-School Trends

admin

A $1495 Flamingo Dress: The Pink Bird Is Dominating Fashion

admin