Ajker Kashiani

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিফাত মোল্লাকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে কাশিয়ানী উপজেলার তারাইল বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতার সিফাত মোল্লা উপজেলার তারাইল গ্রামের কালা মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম।

তিনি বলেন, তারাইল বাজার থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সিফাত মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। এ মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। মামলার রায় ঘোষণার পর থেকেই পলাতক ছিলেন তিনি।