Ajker Kashiani

মুকসুদপুরে গ্রাম পু‌লিশদের মাঝে পোশাক বিতরণ 

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বি‌ভিন্ন ইউ‌নিয়নে কর্মরত গ্রাম পু‌লিশদের মাঝে সরকা‌রি পোশাক বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অ‌ফিসার (ইউএনও) জোবায়ের রহমান রাশেদ প্রধান অ‌তি‌থি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে পোশাক বিতরণ করেন।

সোমবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী অ‌ফিসারের সভাকক্ষে ১শ ৬০ জ‌ন গ্রাম পু‌লিশদের মাঝে নিত‌্য প্রয়োজনীয় দ্রবা‌দি এবং পোশাক দেয়া হয়।

বিতরণের সময় উপজেলা কৃ‌ষি অ‌ফিসার মুহাম্মদ ম‌নিরুজ্জামান, মৎস অ‌ফিসার খায়রুল ইসলাম পাভেল, দা‌রিদ্রবিমোচন কর্মকর্তা কৃষ্ণপদ সেন, সহকা‌রি প্রোগ্রামার আবদুল বাতেন, মুকসুদপুর সংবাদ পত্রিকার সম্পাদক হায়দার হোসেন, মুকস‌ুদপুর প্রেসক্লাবের সহ-সভাপ‌তি ছিরু মিয়া প্রমুখ উপ‌স্থিত ছিলেন।

জেলা প্রশাসনের আ‌র্থিক সহযো‌গিতায় এসব বিতরণ করা হয়।