9.9 C
New York
March 11, 2025
Ajker Kashiani

মুকসুদপুরে জাতীয় ভোটার দিবসে র‍্যালী ও আলোচনা সভা

“মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে ৪র্থ জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২ মার্চ) সকালে মুকসুদপুর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফারুক খান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তারের সভাপতিত্বে

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার হাচেনউদ্দীন।

এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত খন্দকার আমিনুর রহমান, মুকসুদপুর সংবাদ সম্পাদক হায়দার হোসেন, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার সাইদুর রহমান।

আলোচনা সভা শেষে নতুন ভোটারদের বায়োমেট্রিক্স গ্রহণ করা হয়।