27.2 C
New York
May 18, 2025
Ajker Kashiani

মুকসুদপুরে নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করলেন ফারুক খান

মুকসুদপুর প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুরে ৪ তলা বিশিষ্ট একটি নবনির্মিত স্কুল ভবন উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ধোধন করেন। পরে তিনি স্কুল মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার পারভেজ আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতিকুর রহমান মিয়া, সাধারন সম্পাদক রবিউল আলম শিকদার, সহ-সভাপতি আশরাফ আলী মিয়া প্রমুখ।

এসময়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।