7.5 C
New York
March 9, 2025
Ajker Kashiani

সেনাবাহিনীর অস্ত্র লুট ও গাড়ি পোড়ানোর মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের গোপীনাথপুরে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার মামলায় রনি সিকদার নিরব নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে কাশিয়ানী উপজেলার সীতারামপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নীরব পুইশুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সীতারামপুর গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে।

শুক্রবার (৪ অক্টোবর) সকালে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে সেনাসদস্যের ওপর হামলা, গাড়িতে আগুন ও অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় গত ২২ আগস্ট গোপালগঞ্জ সদর থানায় দায়ের হওয়া মামলায় নীরব শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরো জানান, আজ শুক্রবার আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।