কাশিয়ানীতে চোরাই শ্যালো মেশিনসহ গ্রেফতার-৩

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর গ্রামের খায়ের খন্দকারের ছেলে আজিজ খন্দকার (২০), সদর ইউনিয়নের বরাশুর গ্রামের হাসা শেখের ছেলে জীবন শেখ (২০) ও মৃত হাসিবুর রহমান শেখের ছেলে মো. আব্দুল্লাহ শেখ (১৮)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম জানান, বৃহস্পতিবার ভোরে ভ্যানে করে তিনটি চোরাই শ্যালো মেশিনসহ তিনজন ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছিলো। এসময় টহল ডিউটিতে থাকা থানার উপ-পরিদর্শক শাহ আলম তাদের দেখে সন্দেহ হলে সঙ্গীও ফোর্স নিয়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকারোক্তি দেয় যে মেশিনগুলো চুরি করা। পরে তিনি তাদের থানায় নিয়ে আসেন। পরবর্তীতে খবর পেয়ে চুরি হওয়া শ্যালো মেশিনের মালিকরা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে তাদের নামে মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়।

Leave a Comment