28 C
New York
July 15, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে নসিমন চাপায় শিশু নিহত

কাশিয়ানীতে নসিমন চাপায় তিন বছরের শিশু নিহত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রডবাহী একটি নসিমনের চাপায় তাহেরা শেখ নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি এলাকার বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়কের এ দুর্ঘটনা ঘটে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু তাহেরা কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের কোড়ামারি গ্রামের মিরাজুল শেখের মেয়ে।

ওসি মো. জিল্লুর রহমান জানান, সন্ধ্যায় তিন বছরের শিশু তাহেরা বাড়ির পাশের বাথানডাঙ্গা-খান্দারপাড় সড়ক পার হচ্ছিল। এসময় রডবোঝাই দ্রুতগামী একটি নসিমন শিশুটিকে চাপা দেয়।

এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেন, শিশু তাহেরাকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই শিশু মারা যায়। পরে খবর দিলে মুকসুদপুর থানা পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

আরো খবর

Google Pixel 2 Specifications & Features Revealed By FCC

admin

কাশিয়ানীতে আ.লীগ-ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

admin

Design Community Built Omaha Fashion Week From The Runway Up

admin