10.8 C
New York
May 23, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল রাজমিস্ত্রী

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসমত শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে ভাটিয়াপাড়া-ব্যাসপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসমত উপজেলার সাজাইল ইউনিয়নের ডাঙ্গা মাজড়া গ্রামের মৃত ফজলু শেখের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর ছিলেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসমত মোটরসাইকেল চালিয়ে নিজ বাড়ি ডাঙ্গা মাজড়া থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। খায়েরহাট বেলতলা বাজারে পৌঁছালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ব্যাসপুরগামী ওয়াসিফ পরিবহনের একটি লোকাল বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো খবর

5 Things The Stock Market Doesn’t Give A Hoot About

admin

The Best Exercise to Do If You Have Tight Hips

admin

কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান হলেন মো. মোক্তার হোসেন

admin