আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে শোক দিবসে আ’লীগ নেতার উদ্যোগে তবারক বিতরণ

কাশিয়ানী প্রতিনিধি:- স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার পোনা গ্রামে উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম (কালু মৃধার) আয়োজনে এসব কর্মসূচী পালন করা হয়।

৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. দাউদ মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামিনুর রহমান জাপান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন আনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা, সাবেক ছাত্রনেতা তুহিন মুন্সী প্রমুখ।

পরে ১২শ’ লোকের মাঝে তবারক বিতরণ করা হয়।