22.8 C
New York
July 13, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল ও মাটি টানা ট্রলির সংঘর্ষে মানি মোল্যা নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিস্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তারাইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসেম মজুমদার দূর্ঘটনায় নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে।

কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল নিহত

ওসি জানান, মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ি কাশিয়ানীর গোপালপুর গ্রামে ফিরছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা। এসময় মোটরসাইকেলটি তারাইল এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি মাটি টানা ট্রলির সাথে সংঘর্ষে হলে মারাত্মক আহত হন তিনি।

পরে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিস্ট জেনালের হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মানি মোল্যা মারা যান।

তিনি আরো জানান, দূর্ঘটনার পর ট্রলিটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

আরো খবর

Meet the Nokia 8 — The First Android Flagship From The Iconic Brand

admin

Why You Should Pound Chicken Breasts Before Cooking Them

admin

5 Things The Stock Market Doesn’t Give A Hoot About

admin