আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে ৮৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে ৮৩ পিস ইয়াবাসহ কাশেম শেখ (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ। এসআই রাজিব সরকারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের মহানাগ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত কাশেম শেখ উপজেলার মহানাগ গ্রামের মৃত হাবিবুর শেখের ছেলে।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ ফিরোজ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে উপজেলার মহানাগ এলাকায় অভিযান চালিয়ে কাশেম শেখকে গ্রেফতার করে পুলিশ। পরে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।