December 7, 2024, 2:12 am

কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাজহার

ডেস্ক রিপোর্ট:- হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান ও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুর বাড়ি পরিদর্শন করেছেন যশোর সেনানিবাসের ২১ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজহার আল কবির খোকন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ওড়াকান্দি ঠাকুর বাড়িতে পৌঁছে হরিমন্দির ও পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় তিনি মন্দির কমিটি ও ঠাকুর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং খোঁজ-খবর নেন। এছাড়া পূজা উৎযাপনে কোনো ধরণের সমস্যা হলে তাৎক্ষনিক সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনকে জানানোর পরামর্শ দেন তিনি।

পরিদর্শনকালে ১০ ইস্ট বেঙ্গলের কমান্ডিং অফিসার গোপালগঞ্জ অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মাকসুদুল আলম, মেজর আকিকুর রহমান রুশাদ, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. কামরুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. রাসেদুজ্জামান, ওসি মো. শফিউদ্দিন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুর, রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুলসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।



আমাদের ফেসবুক