13.6 C
New York
April 18, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ; আহত ২০

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোহসিন শেখ ও সাইফুল মৃধার সমর্থকদের মধ্যে কোন্দল চলছিল।

শুক্রবার বিকেলে জোনাসুর গ্রামের ওই দুই গ্রুপের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে গ্রামের দুদলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের মধ্যে জামাল শেখ, রাকিব শেখ, মো. বাদল, রাজিব খাঁ, মাসুদ খাঁ, জাকির হোসেন, জসিম শেখ, দিপু শেখের অবস্থা গুরুতর। তাদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।