আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

কাশিয়ানীতে ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

আজকের কাশিয়ানী ডেস্ক :- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩০ থেকে ৩২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

রবিবার (২ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

জানা যায়, খায়েরহাট গ্রামের মান্নান শেখ ও মো. হিমায়েত হোসেন মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ চলে আসছিলো।

গেলো শুক্রবার রাত ৯ টায় রাসেল শেখের দোকানে চটপটি খেতে যায় জাহাঙ্গীর খান। এসময় গোলাম খান রাসেল শেখকে বলে তোদের বাড়ি যে মিটিং হয়েছে জাহাঙ্গীর খানকে বলিস না, ও একটা ক্রিমিনাল। এই কথা শুনে জাহাঙ্গীর খানের সাথে গোলাম খানের বাকবিতন্ডা হয়।

বাকবিতন্ডার এক পর্যায়ে গোলাম খানের ভাই রহমান খান জাহাঙ্গীর খানকে মারধর করে।

পরে মারধরের ঘটনা মো. হেমায়েত হোসেনের ছেলে ইমরান শেখ গোলাম খানের কাছে শুনতে গেলে তখন উত্তেজনার সৃষ্টি হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে গোলাম খান তাদের দলীয় লোকজন নিয়ে মান্নান শেখের বাড়িতে মিটিং করে পরেরদিন সকালে মান্নান শেখের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১৮ টি পরিবারের ৩০ থেকে ৩২টি ঘরে ভাঙচুর ও লুটপাট চালায়।

সংবাদ পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও সদর ইউপি চেয়ারম্যান মোহম্মাদ আলী খোকন ঘটানা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সওগাতুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকার আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।