December 7, 2024, 1:34 am
/ Uncategorized

কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রনি শেখ:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে আবু তালেব মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন।

নিহত আবু তালেব মোল্লা উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামের মৃত ইসহাক মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সকালে আবু তালেব মোল্লা তিলছড়া বাজারে যাওয়ার জন্য বা‌ড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে ওড়াকান্দি ইউনিয়নের কামারোল এলাকা দিয়ে রেল লাইন পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।

রাজবাড়ি রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম জানিয়েছেন, খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



আমাদের ফেসবুক