কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা; নিহত ১

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কা‌শিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হা‌রিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন হালদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বৃহস্প‌তিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মু‌দিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।

কা‌শিয়ানীর ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে থানা পু‌লিশের এএসআই গৌতম কুমার জা‌নিয়েছেন, শাওন হালদার মেটরসাই‌কেল নিয়ে বাড়ী থেকে ঢাকা অ‌ভিমু‌খে যা‌চ্ছিলেন। প‌থিম‌ধ্যে ঘটনাস্থ‌ল পোনা এসএস পে‌ট্রোল  সামনে নিয়ন্ত্রণ হা‌রিয়ে সড়কের পাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ‌তে মোটরসাইকেল চালক শাওন হালদার মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কা‌শিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব‌্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Comment