আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

কাশিয়ানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় হাসিবুল হাসান শান্ত (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।

সোমবার (১৩ ডিসেম্বর) দেড়টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এ ঘটনা ঘটে।

নিহত হাসিবুল হাসান শান্ত কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতার গ্রামের আব্দুল লতিফের ছেলে। তিনি সুপার স্টার ইলেকট্রিক কোম্পানীতে কাশিয়ানী উপজেলায় বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, হাসিবুল রহমান কাশিয়ানী থেকে মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া নামক স্থানে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। এতে সে রাস্তার উপর ছিটকে পড়লে মাথা ফেটে যায় এবং হাত পা ভেঙ্গে যায়। তাকে প্রথমে কাশিয়ানী উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন।