আজকের কাশিয়ানী

কাশিয়ানীতে যুবককে মারধর করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রানা খাঁন (২২) নামে এক যুবককে মারধর করে টাকা, স্বর্ণের চেন ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের চরচাপ্তা ঈদগাঁ নামক স্থানে।

গুরুতর আহত রানা খাঁনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

এ ঘটনায় বুধবার সকালে রানা খাঁনের বাবা বীরমুক্তিযোদ্ধা লিয়াকত খাঁন কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নিজ বাড়ি থেকে ২০ হাজার টাকা নিয়ে রানা খাঁন ঘোনাপাড়া বাজারে সিমেন্ট কেনার উদ্দেশ্যে রওনা হন। এ সময় চরচাপ্তা ঈদগাঁ নামক স্থানে পৌঁছালে চরচাপ্তা গ্রামের হারেজ কাজীর ছেলে সজল কাজী (২০), রহমান মোল্যার ছেলে হাসিব মোল্যা (১৭), চান্দু মোল্যার ছেলে শুভ মোল্যা (১৬), ফায়েকের ছেলে রাজু (১৭), নজু শেখের ছেলে ইমন শেখসহ (১৮) পিছন থেকে আমার ছেলেকে হামলা করে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। পরে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা, ১০ আনার একটি স্বর্ণের চেনসহ একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাসুদ রায়হান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যত্যা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।