-8 C
New York
January 23, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ৬ কেজি গাঁজাসহ আটক ২

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া পশ্চিম পাড়া এলাকায় তল্লাশি চালিয়ে ছয় কেজি গাঁজাসহ মো. আবুল বাশার খান (৩০) ও মো. আরাফাত হোসেন (২৭) নামে দুই যুবককে আটক করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শনিবার (২৬ মার্চ) কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হানের সার্বিক তত্বাবধানে একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

আটককৃতরা হলেন উপজেলার সাজাইল ইউনিয়নের পশ্চিম মাজড়া গ্রামের মো. আবুল কাশেম খানের ছেলে মো. আবুল বাশার খান ও একই গ্রামের মো. আলাউদ্দিন মোল্যার ছেলে মো. আরাফাত হোসেন।

এ ঘটনায় ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।