গোপালগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে বৃ‌দ্ধের মৃত‌্যু!

পরশ উজির:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুতের তারে জড়িয়ে জগদীশ বসু (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (১১ জুন) সকালে উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামে।

কোটালীপাড়া থানা পুলিশের এসআই আব্দুল মা‌জেদ জানান, সকাল সাড়ে সাতটার দিকে বৈকন্ঠপুর গ্রামের কুদ্দুস মিয়ার মাছের ঘেরে জগদীশ বসু নামে এক কৃষক ঘাস কাঁটতে গেলে ওখানে থাকা বিদ্যুৎ সংযোগের তারে জড়িয়ে জগদীশ বসুর মৃত্যু হয়।

কোটালীপাড়া থানার ও‌সি মো. জিল্লুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মাহবুব ব্যাপারিসহ তিন জনকে আটক করেছে পুলিশ। নিহ‌তের প‌রিবার য‌দি থানায় অ‌ভি‌যোগ ক‌রে তাহ‌লে আইনগত ব‌্যবস্থা নেয়া হ‌বে ব‌লেও তি‌নি মন্তব‌্য ক‌রেন।

Leave a Comment