December 7, 2024, 1:39 am
/ Uncategorized

গোপালগঞ্জে মোবাইল কেড়ে নিল মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ!

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোবাইল ফোন কেড়ে নিলো নুসরাত খানম (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রীর। মোবাইল ফোন দেখা নিয়ে মায়ের সাথে অভিমান করে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে গোপালগঞ্জের কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামে এ ঘটনা ঘটে।

কোটালীপাড়া থানার ওসি (তদন্ত) মো. ফায়েজ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই শিক্ষার্থী উপজেলার কুশলা ইউনিয়নের কুশলা গ্রামের আবুল হাসানের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার কারীয়ানা জামাতে পড়াশোনা করতো।

ওসি (তদন্ত) মো. ফায়েজ আহম্মেদ জানান, মোবাইল ফোন দেখা নিয়ে নুসরাতকে গাল মন্দ করেন মা। এতে সে অভিমান করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঠিক পেয়ে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।



আমাদের ফেসবুক