আজকের কাশিয়ানী

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

আজকের কাশিয়ানী ডেস্ক:- জমজমাট আয়োজনের মধ্য দিয়ে কাশিয়ানী উপজেলার জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে ৬২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কে,এম জাকির হোসেন।

এ সময়, মহেশপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লুথু মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শামসুরনাহার মিনা জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাসান আলী চৌধুরী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

পরে দলগত ডিসপ্লে, মশাল প্রজ্বালন শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হবে।