আজকের কাশিয়ানী

তিলছড়া স্কুলের সভাপতি হলেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান

পরশ উজির:- ষষ্ঠবারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান।

শনিবার (১৬ মার্চ) সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ বজলুর রশিদ।

তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য এ্যাড. মো. মাহবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে এ্যাড. মো. মাহবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার শেখ বজলুর রশিদ।

পরে বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের সংবর্ধনা দেয় শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

আরো খবর

দিদার হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী রাসেল গ্রেফতার

admin

কাল থেকে ওড়াকান্দির স্নানোৎসব ও মেলা শুরু 

admin

কাশিয়ানীর ওড়াকান্দি ঠাকুরবাড়ি পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল মাজহার

admin