আজকের কাশিয়ানী

পাংখারচর শতদল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ

আজকের কাশিয়ানী ডেস্ক:- লোহাগড়া উপজেলার পাংখারচর শতদল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ফলাফল প্রকাশ করে বিদ্যালয়টির কর্তৃপক্ষ।

শতদল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মিনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি সাজেদুল ইসলাম পলাশ।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মুন্সি আকবর হোসেন (লিটু), বীর মুক্তিযোদ্ধা মুন্সি কাওসার হোসেন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।