December 7, 2024, 2:09 am
/ Uncategorized

পারুলিয়া ইউনিয়নে যাকাতের কাপড় দিলেন মুহাম্মদ ফারুক খান

আজকের কাশিয়ানী ডেস্ক:- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পারুলিয়া ইউনিয়নে ব্যক্তিগত তহবিল থেকে যাকাতের কাপড় বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ ১ আসনের এমপি মুহাম্মদ ফারুক খান।

রবিবার (১৬ এপ্রিল) দুপুরে বড় পারুলিয়া দাখিল মাদ্রাসা মাঠে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৫০ জনকে যাকাতের কাপড় হিসেবে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন।

পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাওসার মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কে.এম সেকেন্দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক খন্দকার সিরাজুল হক, পারুলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. জাহিদুল আলম খান, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শাওন, আওয়ামী লীগ নেতা শেখ মকিমূল ইসলাম মকিম।

এসময় আরও উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।



আমাদের ফেসবুক