আজকের কাশিয়ানী

মুকসুদপুরে পূবালী ব্যাংকের ৪৯৭তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরে পূবালী ব্যাংক লিমিটেডের ৪৯৭তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

২৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) মুকসুদপুর বাজারের পোস্ট অফিস রোডে কাঠপট্টিস্থ মুন্সী কমপ্লেক্সে এ শাখার উদ্বোধন করা হয়।

মুকসুদপুর শাখার ব্যবস্থাপক উত্তম কুমার বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ফরিদপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর পৌরসভা মেয়র আশরাফুল আলম, পূবালী ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক ইসমাইল হাওলাদার, অঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুপ্রিয় কান্তি ঘোষ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।