December 7, 2024, 2:17 am
/ Uncategorized

শেখ ফিরোজ এর কবিতা “পেট “

পেট থেকে একটা পেট নিয়ে এসেছি।

ওটাই এখন ধর্ম, কর্ম, রাজনীতি, প্রেম-প্রীতি

সব কিছুর জ্যামিতিক সমাধান যজ্ঞ।

সেইদিন ছিলাম এসবের সব কিছুতেই অজ্ঞ।

এসবের কিচ্ছু ছিলোনা তখন।

পেট থেকে আর কিছুই আনিনি আমি-

দিব্যি বলছি- কিচ্ছু আনিনি।

এনেছি- একটা পেট।

আগমনী চিৎকারটা তার-ই ছিল।

সব জ্যামিতি ভীষণভাবে পেটের কাছে তুচ্ছ।

যতই থাকুক রমণীয় সাজ, পরিহিত ময়ূরপুচ্ছ।



আমাদের ফেসবুক