আজকের কাশিয়ানী

সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান

পঞ্চমবারের মতো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এ্যাড. মো. মাহাবুবুর রহমান ।

রবিবার (৩ এপ্রিল) সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে তিনি সভাপতি নির্বাচিত হন।

সভায় প্রিজাইডিং অফিসারের দ্বায়িত্ব পালন করেন কাশিয়ানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহাফুজা বেগম।

এসময়ে তিনি বলেন, ম্যানেজিং কমিটির ৯ সদস্য এ্যাড. মো. মাহাবুবুর রহমানকে সমর্থন করেন। ৯ সদস্যের সর্বসম্মতিক্রমে সংবিধান অনুসারে এ্যাড. মো. মাহাবুবুর রহমানকে সভাপতি ঘোষণা করা হয়।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমানের নেতৃত্বে নতুন এই ম্যানেজিং কমিটি আগামী দুই বছর তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পেল বলে জানান প্রিজাইডিং অফিসার মাহাফুজা বেগম।

সভাপতি এ্যাড. মো. মাহাবুবুর রহমান বলেন, তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই আমাদের এ যাত্রা। এসময়ে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।