আজকের কাশিয়ানী

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা

প্রসীদ কুমার দাস:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ মার্চ ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমানের ব্যবস্থাপনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুব্রত ঠাকুর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার ভূমি মো. মোরশেদুল ইসলাম, ওসি মোহাম্মদ মাসুদ রায়হান, মহিলা ভাইস চেয়ারম্যান সোহাগী রহমান মুক্তা, ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজ।

এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।