14.5 C
New York
March 11, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে খেজুরের রস পান করতে গিয়ে গাড়িচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেলে থাকা চালক ও দুই আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। 

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৬)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৫) ও চর পিংগলিয়া গ্রামের মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৫)। এরমধ্যে দীপু দাস একাদশ শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান জানান, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। ঢাকা খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ীর সাথে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু এবং বিশাল ঘটনাস্থলে নিহত হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আমরা ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। আমাদের আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো খবর

Thailand Earns Nearly 70 Awards in SmartTravelAsia.com

admin

Canon Picture Profiles, Get The Most Out of Your Video Features

admin

5 Ways To Travel Smarter In Vietnam, And Have Stories To Tell

admin