17.5 C
New York
August 26, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে পাটক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।

এ ঘটনায় থানায় অভিযোগ করে কোন প্রতিকার না পেয়ে গত ৩১ মে আদালতে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

গত ২৪ মে উপজেলার মহেশপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্কুলছাত্রী ওই গ্রামের দুখু কাজীর মেয়ে ও বাথানডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী। এ ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপযুক্ত বিচার দাবি করেছেন এলাকাবাসী।

মামলা সূত্রে জানা গেছে, ওই ছাত্রী মক্তব থেকে আরবী পড়ে বাড়িতে ফিরছিল। পথে তাকে একই গ্রামের রফিক মিয়া (৫০) ১শ’ টাকা দিয়ে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীর আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে রফিক পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি অভিযোগ করেন। প্রতিকার না পেয়ে তিনি গোপালগঞ্জ আদালতে গিয়ে মামলা দায়ের করেন।

রফিক মিয়ার বিরুদ্ধে এর আগেও এ ধরণের একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম বলেন, ‘অভিযোগ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুত রফিক পালিয়েছে। আর বাদী আমার সাথে কোন যোগাযোগ করেনি। পরে তিনি আদালতে গিয়ে মামলা করেছেন।’