13.7 C
New York
May 25, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার (১২ মে) উপজেলার মহেশপুর ইউনিয়নের ধানজাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী রেবেকা বেগম জানান, উপজেলার ধানজাইল গ্রামের নুরুজ্জামান মিয়া গংদের সাথে দীর্ঘদিন ধরে একই গ্রামের তোরাফ হোসেন গংদের ২ একর ৫৭ শতাং জমি নিয়ে বিরোধ চলছিল। এ ঘটনায় বিজ্ঞ আদালতে মামলা চলমান। সোমবার ওই জমি থেকে বিশালাকৃতির একটি মেহগনি গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে তোরাফ হোসেন গংদের পক্ষের শফিক খান। বাঁধা দিতে গেলে হুমকি দেয় এবং অকথ্য ভাষায় গালাগাল করে।

গাছ কাটার বিষয় অভিযুক্ত শফিক খানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, ‘আমি আমার ক্রয়সূত্রে মালিকানা জমি থেকে গাছ কেটেছি। ওই জমি নিয়ে আমাদের সাথে তাদের কোন মামলা নেই।’

এদিকে, মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা গেছে- বিরোপূর্ণ সম্পত্তি নিয়ে ১৯৮৮ সালে আদালতে একটি বাটোয়ারা মামলা দায়ের করা হয়। মামলার ৩ নম্বর বাদী ছিলেন শফিক খানের দাদা আমির আলী খান। যে মামলার রায় আদালত নুরুজ্জামান মিয়া গংদের পক্ষে দেন। নামে ভুল থাকায় ২০২৩ সালে ওই রেকর্ড সংশোধনী মামলা করেন নুরুজ্জামান মিয়া গং। যে মামলায় ওয়ারিশ সূত্রে বিবাদী শফিক খান এবং মামলা চলমান।

কাশিয়ানী থানার ওসি মো. খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘এ বিষয় কোন অভিযোগ পাইনি। পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

আরো খবর

কাশিয়ানীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ আটক, অতপর…

admin

কাশিয়ানীতে শিশুকে ‘ধর্ষণচেষ্টা’, ব্যবসায়ীকে গণপিটুনি

admin