14.5 C
New York
March 11, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে রাতের আঁধারে প্রতিমা ভাঙচুর

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদন:-
গোপালগঞ্জের কাশিয়ানীতে একটি পারিবারিক রাধাকৃষ্ণ মন্দিরে পাঁচটি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাতইল ইউনিয়নের রাতইল গ্রামের সুশান্ত দাসের বাড়িতে এ ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক সুশান্ত দাস জানান, রাত ৮ টার দিকে লন্ড্রীর দোকান থেকে কাজ শেষ করে বাড়িতে আসেন। রাত ৯টার দিকে প্রতিমাগুলো অক্ষত দেখে তিনি ঘুমাতে যান। ভোর ৬টায় সময় মন্দিরে পূজা দিতে গিয়ে তিনি রাধা, কৃষ্ণ, লক্ষ্মী ও লোকনাথের প্রতিমা ভাঙচুর ও পুজার সরঞ্জামাদি ক্ষতিগ্রস্থ দেখতে পান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাশিয়ানী উপজেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেদের নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহবুবুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) আব্দুল বাছেদ, কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফি উদ্দিন খান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা ও পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদী থানায় আসছেন। মামলার প্রস্তুতি চলছে।’

আরো খবর

কাশিয়ানীতে বাসের ধাক্কায় শিক্ষক নিহত

admin

কাশিয়ানীতে ১৮০ পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ

admin

কাশিয়ানীতে মাদ্রাসার তালা ভেঙে চুরি

admin