Ajker Kashiani

কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ

রনি শেখ:- মহাসড়কে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও চোরাচালান নির্মূল, দুর্ঘটনা রোধে মহাসড়ক পুলিশের কমিউনিটি ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ভাটিয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে ঘোনাপাড়ায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুনাঈম মোহাম্মদ মোফাজ্জেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে হাইওয়ে পুলিশের মাদারীপুর জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

এসময় মটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।