10.8 C
New York
May 23, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে ৪৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

কাশিয়ানীতে ৪৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার দুই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ৪৬০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শুক্রবার (১২ মে) রাতে উপজেলার রাতইল ইউনিয়নের দক্ষিণ ধানকোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশের হাতে আটকৃতরা হলেন রাতইল ইউনিয়নের শংকরপাশা গ্রামের রিয়াজ চৌধুরীর ছেলে সাগর চৌধুরী (২৫) ও একই ইউনিয়নের পারকরফা গ্রামের নাছির শেখের ছেলে নাজিম শেখ (২৬)।

বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম “আজকের কাশিয়ানী” কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মিয়া ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিন ধানকোড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হবে। আর মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।