14.5 C
New York
March 10, 2025
Ajker Kashiani

কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের চার সাংবাদিকের পদত্যাগ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীর সাংবাদিক সংগঠন ‘কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদ’ থেকে স্বেচ্ছায় চার সাংবাদিক একযোগে পদত্যাগ করেছেন।

সোমবার (২৯ মে) দুপুরে সংগঠনের সভাপতি মো. ফায়েকুজ্জামানের কাছে পৃথক এসব পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগকারী সাংবাদিকরা হলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আহাদুল হাসান (ইত্তেফাক), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. লিয়াকত হোসেন লিংকন (যুগান্তর), সদস্য মো. পান্নু শিকদার (নতুন দিন) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পরশ উজির (সকালের সময়)।

পদত্যাকারী সাংবাদিকদের অভিযোগ, সাংবাদিক পেশাকে পুঁজি করে অপসাংবাদিকতা করা হচ্ছে। সাংবাদিকদের স্বার্থ রক্ষায় যথাযথ কাজ করা হয় না। ফলে সাংবাদিকদের অধিকার বঞ্চিত হচ্ছেন। সংগঠনের সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব হলেও নিরসনের কোন উদ্যোগ নেওয়া হয় না। কোন অপ্রীতিকর ঘটনার শিকার হলে জড়িতর বিরুদ্ধে সাংগঠনিকভাবে কোন ব্যবস্থা নেয়া হয় না।

তাদের আরও অভিযোগ, সংগঠনে পেশাদারিত্ব ও সংগঠনের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হচ্ছে না। যা সাংবাদিক বা সাংবাদিকতার মর্যাদা পরিপন্থি।

কাশিয়ানী সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান বলেন, ‘যারা পদত্যাগ করেছেন, তাদের বিষয় পরে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে।