Ajker Kashiani

কাশিয়ানীতে এশিয়ান টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

কাশিয়ানী প্রতিনিধি:- নয় পেরিয়ে দশে পদার্পন, সবার সাথে এশিয়ান টেলিভিশন’ এ শ্লোগানকে সামনে রেখে কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

 

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার রামদিয়া নিজ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোক্তার হোসেন মিয়া।

এশিয়ান টেলিভিশনের কাশিয়ানী উপজেলা প্রতিনিধি সাদেক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আমিরুজ্জামান মিয়া, বেথুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ক্ষিরোদ রঞ্জন বিশ্বাস, সমাজ সেবক খোকন মিয়া, লিটন শরিফ, জাহিদুল ইসলাম মিয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. সাজ্জাদ হোসেন সিজু, কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল আলম মুন্না, সহ-সভাপতি এমএ জামান, যুগ্ন সাধারণ সম্পাদক জামাল সরদার, দৈনিক সকালের সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি পরশ উজির প্রমুখ।