-1.7 C
New York
January 8, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ চায়না জাল (ভিডিও সহ)

কাশিয়ানীতে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ চায়না জাল (ভিডিও সহ)

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন বিল থেকে সরকারিভাবে নিষিদ্ধ ঘোষিত ৭ টি চায়না (ম্যাজিক) জাল আটকের পর পুড়িয়ে ফেলা হয়েছে। আটককৃত জালের মূল্য ৭০ হাজার টাকা।

রবিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার বেথুড়ী ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে জাল গুলি আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, বেথুড়ী ও পুইশুর ইউনিয়নের চেয়ারম্যান, পুলিশ ও আনসার সদস্যরা।

 

ইউএনও রথীন্দ্র নাথ রায় জানান, অনেকবার মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্ত জেলেরা নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার অব্যাহত রাখায় এই পদক্ষেপ নেয়া হয়েছে। সরকারিভাবে নিষিদ্ধ চায়না (ম্যাজিক) জালের বিরুদ্ধে এ অভিযান প্রতিদিন চলবে।