Ajker Kashiani

গোপালগঞ্জে ৪৯ জনকে আটক করে করোনার টিকা দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে বিষেশ অভিযান চালিয়ে ৪৯ জন ভাসমান মানুষকে আটক করে করোনার টিকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, গোপালগঞ্জে যে সকল ব্যাক্তি কভিট-১৯ এর টিকা গ্রহণ করেননি। আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী, লঞ্চঘাট, ফলপট্রি, কাচা বাজার এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান করে এমন ৪৯ মানুষদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে টিকা দেওয়ার ব্যাবস্থা করা হয়।

আগামীতেও গোপালগঞ্জ পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।