Uncategorized
বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 

বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা 

আজকের কাশিয়ানী ডেক্স:- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ই মার্চ ) সকাল ১০ টায় শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার উদ্দ্যোগে উপজেলার রাতইল ইউনিয়নের নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বীরমুক্তিযোদ্ধা এ.এস.এম রকিবুল হাসান।

 

শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি শিকদার সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাতইল ইউপি চেয়ারম্যান আঞ্জুরুল ইসলাম আঞ্জু, বীরমুক্তিযোদ্ধা মুন্সী শাহাবুদ্দীন, নায়েবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম কামাল হোসেন।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময়ে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা।


All rights reserved © 2021।। Ajker Kashiani