Niramoy 3
Uncategorized
অচিরেই মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন দেশ থেকে নির্মূল হবে

অচিরেই মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন দেশ থেকে নির্মূল হবে

Received 733608784466622

মুকসুদপুর প্রতিনিধি:- অচিরেই দেশ থেকে মাদক, বাল্য বিবাহ, নারী নির্যাতন সম্পূর্ণভাবে নির্মূল হবে। ২০৪১ সালের মধ্যে দেশের সকল কর্মকেক্ষেত্রে নারী পুরুষের অংশগ্রহণ হবে সমানে সমান। দেশ থেকে মাদক নির্মূলে এবং নারীদের নির্যাতন বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আশা করি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আইনশৃংখলা রক্ষায় বাংলাদেশ পুলিশের ভুমিকা বিশ্বের বুকে রোল মডেল হবে। সমাজ থেকে সকল অপৃতকর ঘটনা এড়াতে পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। এছাড়াও নিরাপদ ইন্টারনেট প্রযুক্তির সঠিক ব্যবহারেও পুলিশ কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (১২ এপ্রিল) গোপালগঞ্জের মুকসুদপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের আয়োজনে সচেতনতা মূলক সভায় গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Received 718168202649913

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আজকের সচেতনতা মূলক সভা হচ্ছে কমল শিক্ষার্থীদের জন্য। তোমাদের জানতে হবে নিরাপদ ইন্টারনেট ব্যবহার, বাল্য বিবাহ বন্ধে তোমরাই পারো গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে। নির্যাতনের শিকার হলেই পুলিশকে ফোন করে সহযোগিতা নিতে হবে। তোমাদের সেবায় পুলিশ সর্বদা নিয়োজিত।

FB IMG 1649761033836

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) আবদুর রহমান, গোপালগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার ( অপরাধ) নিহাদ আদনান তাইয়ান, পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বরকত খান, টেংরাখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুল ইসলাম, সাংবাদিক ছিরু মিয়া, সরদার মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদুর রহমান। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া। এসময় পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নাফিজ ইসলাম মুন, এমএ আব্দুল্লাহ সিয়াম, ফারহানা ফরহাদ, আরিশা রহমান প্রমুখ।


All rights reserved © 2021।। Ajker Kashiani