Uncategorized
কাশিয়ানীতে বাসচাপায় মস‌জিদের ইমাম নিহত

কাশিয়ানীতে বাসচাপায় মস‌জিদের ইমাম নিহত

কাশিয়ানীতে বাসচাপায় মস‌জিদের ইমাম নিহত
কাশিয়ানীতে বাসচাপায় মস‌জিদের ইমাম নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসচাপায় মিন্টু শেখ (৪৮) নামে মস‌জিদের এক ইমাম নিহত হয়েছেন।

বৃহস্প‌তিবার (১৯ মে) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাট্রইধোপা বাসস্ট্যান্ড নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু শেখ উপ‌জেলার সাজাইল ইউনিয়নের ছোটখারকা‌ন্দি গ্রা‌মের ফজর শেখের ছেলে।

কা‌শিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান দুর্ঘটনার বিষয়টি নি‌শ্চিত কর‌ে বলেন, ভোর সা‌ড়ে ৪টার দি‌কে ফজরের নামাজ আদায়ের জন‌্য মস‌জি‌দে যা‌চ্ছি‌লেন ইমাম মিন্টু শেখ। পথে ভাট্রইধোপা দুলাল শাহের বাড়ির সামনে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।


All rights reserved © 2021।। Ajker Kashiani