Uncategorized
নিম্নচাপের প্রভাবে গোপালগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত

নিম্নচাপের প্রভাবে গোপালগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত

নিম্নচাপের প্রভাবে গোপালগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত

নিজস্ব প্রতিবেদক:- নিম্নচাপের প্রভাবে গোপালগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মূষলধারে বৃষ্ঠিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আহবাওয়া অফিস।

নিম্নচাপের কারনে সোমবার সকাল থেকে জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে আজ মঙ্গলবার তা অব্যাহত রয়েছে। এতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বৃষ্টি উপক্ষো করে কাজে বের হতে হয়েছে নিম্ম আয়ের মানুষদের। প্রয়োজনীয় কাজে ছাতা নিয়ে বাইরে বের হতে হচ্ছে।

বৃষ্টির প্রভাবে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় হাটা-চলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টিতে শাক সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার আশংকা করছেন কৃষকেরা।

গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ দশমিক ২ মিলি মিটার ও আজ বেলা ১২টা থেকে বিকাল ৩টা পয্যন্ত তিন ঘন্টায় ৩৮ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে।


All rights reserved © 2021।। Ajker Kashiani