Uncategorized
কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

কাশিয়ানীতে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১২ জন। এর মধ্যে ছয়জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার নিজামকান্দি বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফিরোজ আলম ‘আজকের কাশিয়ানী’কে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ৫৫ বছরের আনসার চৌধুরী সাবেক সেনাসদস্য ছিলেন। তার বাড়ি কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামে।

স্থানীয়দের বরাতে ওসি ফিরোজ আলম বলেন, ‘মাস্টার গ্রুপ’ ও ‘হাজী গ্রুপ’ হিসাবে পরিচিত স্থানীয় দুটি গ্রুপ রয়েছে। এক গ্রুপের নেতৃত্ব দেন স্থানীয় মোখলেছুর রহমান মাস্টারের ছেলে মাহাবুব রহমান বিপ্লব ও আরেক গ্রুপের নিজামকান্দি ইউনিয়নের চেয়ারম্যান হাজী নওশের আলী। আজ সকাল ৮টার দিকে এই দুই গ্রুপের লোকজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এই সংঘর্ষে জড়ায়।

এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনসার চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত আনসার চৌধুরী মাস্টার গ্রুপের লোক বলে জানা গেছে। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী।


All rights reserved © 2021।। Ajker Kashiani