22.1 C
New York
August 13, 2025
Ajker Kashiani

কাশিয়ানীতে হাইডেলবার্গ সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হাইডেলবার্গ সিমেন্টের উদ্যোগে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়া তায়েবা রেস্টুরেন্টে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার রাজমিস্ত্রিরা অংশ নেন।
সম্মেলনে নির্মাণশিল্পের জন্য ব্যবহৃত হাইডেলবার্গ সিমেন্টের গুণগত মান, পরিমাপ ও সঠিক প্রয়োগের ওপর বিস্তারিত অলোচনা করেন আগত অতিথিরা।
এসময় হাইডেলবার্গ সিমেন্টের কোম্পানি সেক্রেটারি ইমদাদুল হক, টেকনিক্যাল সার্ভিস ম্যানেজার শাহনেওয়াজ হোসাইন শাহীন, রিজিওনাল সেলস ম্যানেজার মো. অলিউর রহমান, এরিয়া সেলস হেড কাজী আলফারদীন ইসলাম রাব্বি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নির্মাণ শিল্পের এসব কারিগরদের হাইডেলবার্গ সিমেন্টের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও রাতের খাবার তুলে দেন কোম্পানির লোকজন।

আরো খবর

কাশিয়ানীতে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

admin

Now, More Than Ever, You Need To Find A Good Travel Agent

admin

Designing The Future: Pineapple House Design

admin