প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। পুলিশ মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে।
গেল রাতে কাশিয়ানী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাইক্রোবাস চালক ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার মালা গ্রামের আব্দুর রহিম বিশ্বাস, কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের আরমান শিকদার, রুবেল শিকদার ও বাগঝাপা গ্রামের ইশানুর শেখকে আটক করে। পরে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস বাদী হয়ে শুক্রবার (১ অক্টোবর) সন্ধ্যায় কাশিয়ানী থানায় মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৭ থেকে ৮ জনকে।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মাদ ফিরোজ আলম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, চিকিৎসক সুব্রত সাহার ওপর হামলার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাস চালকসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় ডা. সুব্রত সাহা কাশিয়ানী বাসষ্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে বাসায় ফিরতেছিলেন। উপজেলা পশুসম্পদ অফিসের সামনে রাস্তায় পৌঁছালে একটি মাইক্রোবাসযোগে একদল সন্ত্রাসী এসে অতর্কিতভাবে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে মাইক্রোবাসে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দুপুরে হেলিকপ্টার করে তাকে ঢাকার আল মানার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায়…
ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে উল্টোপথে ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চালকসহ…
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক…
গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম…
কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ফরিদপুর যুগ্ম পরিচালক এস,এম ইকরামুল হকের…