অফিসে হিন্দি গান-সিনেমা দেখে সময় কাটান বশেমুরবিপ্রবির কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:- ক্যায়সা বানি, ক্যায়সা বানি,,, ফুলরে বিনা চাটনি ক্যায়সা বানি,,,, ‘তুমছে মুহাব্বাত হায়… এমন পুরানো গান প্রায় বিলুপ্তির পথে থাকলেও নিয়মিত অফিস রুমে উচ্চশব্দে বাজান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রশাসনিক কর্মকর্তা নীহার কান্তি বিশ্বাস। তিনি মার্কেটিং বিভাগের অফিস কমকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায় যে, ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের অফিস আওয়ারে হিন্দি গান বাজিয়ে থাকেন। শিক্ষার্থী ও তার সহকর্মীদের দাবি শুধু গান নয়, অফিস চলাকালীন সময়ে নিয়মিত হিন্দি সিনেমা দেখা তার রোজকার অভ্যাস। এছাড়াও ঐ বিভাগের একাধিক শিক্ষার্থীর সাথে তার গালিগালাজসহ অসদাচরণ প্রদর্শনের অভিযোগ রয়েছে।

এদিকে গত বৃহস্পতিবার বিকেলে নীহার কান্তি বিশ্বাসের এমন অসদাচরণের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এক শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) মার্কেটিং বিভাগের কুড়িয়ে পাওয়া বই জমা দিতে গেলে এসব চিত্র দৃষ্টি গোচর হয়। এসময় ঐ শিক্ষার্থীদের সাথে উচ্চস্বরে বাকবিতন্ডাসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি নেতিবাচক কথা বলতে থাকেন। এসময় ওই শিক্ষার্থী ও সাথে থাকা তার বন্ধু বশেমুরবিপ্রবি সাংবাদিক ফোরামের এক সদস্যকে তিনি মানসিক নির্যাতন করেন৷ তারা অফিস রুমে গান বাজানো ও অসদাচরণের প্রতিবাদ জানাতে গেলে একপর্যায়ে তিনি তাদের প্রতি চড়াও হয়ে ওঠেন।

“একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বলতে থাকেন, আমার অফিসে আমি গান শুনি, যা ইচ্ছে তাই করব “আমি নীহার” গোপালগঞ্জ আমার বাড়ি। কেউ আমার কিছু করতে চাইলে করুক। কোন শিক্ষার্থী সাংবাদিক এগুলো দেখবার সময় আমার নাই।”

পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা রুমের সামনে থাকা মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তাপস বালাকে তাৎক্ষণিক নিয়ে আসলেও ঐ কর্মকর্তা গানা শোনা অব্যাহত রাখেন ।

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, গত মঙ্গলবার (৮ফেব্রুয়ারি) আমাদের ভাইভা চলছিল। ভাইভা শেষে ফেরার পথে মার্কেটিং বিভাগের একটি বই কুড়িয়ে পাই৷ পরে তা জমা দিতে গেলে ওই বিভাগের অফিস কর্মকর্তা নীহার কান্তি বিশ্বাস আমাদের সাথে খারাপ ব্যবহারসহ হুমকি দেন। নিজেদের নিরাপত্তার জন্য রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসনে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করবে।

মার্কেটিং বিভাগের আরেক শিক্ষার্থী নবী বলেন, নীহার কান্তি বিশ্বাসের নাম আমাদের বিভাগের প্রতিটি শিক্ষার্থীর কাছে এক বিরক্তির নাম। তিনি প্রতিটি শিক্ষার্থীর সাথে খারাপ ব্যবহার করেন। তিনি সবসময় স্থানীয় পাওয়ার দেখানোর চেষ্টা করেন। এবিষয়ে আমাদের শিক্ষকেরাও অবহিত।

এ বিষয়ে অভিযুক্ত নীহার কান্তি বিশ্বাস বলেন, গণমাধ্যমে কোন মতামত আমি করতে চাই না আমার অফিসে আমি গান শুনি কি না শুনি এটা জবাবদিহিতা আমার কেন দেওয়া লাগবে? এ নিয়ে আমি রেজিস্ট্রারের সাথে বুঝব৷

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান তাপস বালা বলেন, আমাদের বিভাগের অফিস কর্মকর্তার বিষয়ে শিক্ষার্থীরা অভিযোগ পত্র দিয়েছে এটা জানতে পেরেছি। সিসিটিভির ফুটেজ ও রেজিস্ট্রারের সাথে আলোচনা সাপেক্ষে তার বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে রেজিস্ট্রার( ভারপ্রাপ্ত) মো.মোরাদ হোসেন জানান, ভুক্তভোগী শিক্ষর্থীদের পক্ষে অভিযোগ পত্র জমা হয়েছে। এ ব্যাপারে উপাচার্য ড. একিউএম মাহবুবের সাথে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হবে ।

প্রসঙ্গত, এর আগে নীহার কান্তি বিশ্বাস অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি পদন্নোতি পেয়ে অফিস কর্মকর্তা হয়েছেন।

admin

Recent Posts

নাশকতা মামলায় ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান…

3 days ago

কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

1 week ago

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে…

2 weeks ago

সড়ক আইনে ‘মামলা’, আসামি ধরতে হাইওয়ে পুলিশের ‘গড়িমসি’

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে উল্টোপথে ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চালকসহ…

3 weeks ago

বিএনপি নেতার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক…

3 weeks ago

টুঙ্গিপাড়ার স্কুল শিক্ষক রাজু কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম…

1 month ago