কাশিয়ানীতে প্রতিবেশীর প্রাচীরে অবরুদ্ধ ৫ পরিবার

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে যাতায়াতের পথে ইটের প্রাচীর নির্মাণ করে পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

বিকল্প কোন রাস্তা না থাকায় গত এক সপ্তাহের বেশি বাড়ি থেকে বের হতে পারছেন না ভূক্তভোগী পরিবারগুলো। বিপাকে পড়েছে ওইসব পরিবারের বয়স্ক নারী-পুরুষ ও শিশুরা। স্কুল-কলেজে যেতে পারছে শিক্ষার্থীরা। আধা কিলোমিটার পথ পাড়ি ঘুরে নৌকায় করে হাট-বাজার ও চিকিৎসা কেন্দ্রে যেতে হচ্ছে। উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে প্রতিকার চেয়ে ভূক্তভোগী লাল্টু সরদার গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি কাশিয়ানী ইউএনও রথীন্দ্র নাথ রায়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে লাল্টু সরদার বলেন, রাস্তাটি ২০০ বছর ধরে এলাকার মানুষ ব্যবহার করে আসছে। আমরা বাড়ি করার পরও ৩২ বছর পার হয়েছে। পারিবারিক বিরোধের জেরে প্রতিবেশি আসলাম শেখ, লাড্ডু শেখ ও হাসান শেখ স্থানীয় আধিপত্য বিস্তার ও ক্ষমতার অপব্যবহার করে আমাদের চলাচলের একমাত্র রাস্তাটি ইটের প্রাচীর দিয়ে বন্ধ করে দিয়েছে। আমরা এখন অসহায় হয়ে পড়েছি। বাড়ি থেকে বের হতে পারছি না।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, পাঁচটি পরিবারের বাড়িতে প্রবেশের রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। বাড়ির উত্তর পাশে আসলাম শেখ ইটের প্রাচীর তুলেছেন। তার পাশে লাড্ডু শেখ টিনের বেড়া দিয়ে বন্ধ করে রেখেছেন। পূর্বপাশে ইটের প্রাচীর তুলছে। উত্তর ও পূর্ব পাশ দিয়ে প্রাচীর তুলে হাঁটার পথ বন্ধ করে দিয়েছেন। দক্ষিন ও পশ্চিম পাশে পানি থাকায় যাতায়াতের কোন ব্যবস্থ নেই। অবরুদ্ধ হয়ে আছে পাঁচ পরিবারের অর্ধশত সদস্য। বাড়িতে ৬ জন শিক্ষার্থী ও একজন অন্তঃসত্ত্বা এবং বয়োজ্যেষ্ঠ রয়েছেন। দীর্ঘদিন পর স্কুল-কলেজ খুললেও স্কুল-কলেজে যেতে পারছে না শিক্ষার্থীরা।

অবরুদ্দ পরিবারের সদস্য ফুল জান বেগম (৭৫) বলেন, গত ৭ দিন ধরে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না। আমার নাতি রুপা সাড়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা। যে কোন সময় সন্তান প্রসবের জন্য তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হতে পারে। তাই বিষয়টি নিয়ে দুশ্চিন্তার মধ্যে আছি। আমরা এ বিপদ থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি ।

এ বিষয়ে আসলাম শেখের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি তা রিসিভ করেননি। কথা হয় লাড্ডু শেখের সাথে তিনি বলেন, গত ৩২ বছর আমরা তাদের চলাচলে বাঁধা দেইনি। এক সপ্তাহ আগে আমাদের সাথে লাল্টু সরদারদের সাথে বিবাদ হয়। তাই আমরা পথ বন্ধ করে দিয়েছি।

নিজামকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাব্বত হোসেন জুয়েল বলেন, ‘পাঁচটি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এটা খুবই অমানবিক। বিষয়টি সমাধানের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসা হয়েছিল। কোন সমাধান করতে পারেনি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।বিষয়টি আমরা দ্রুত সমাধান করবো।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে মীমাংসা করার জন্য বলেছি। তারা ব্যর্থ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

admin

Recent Posts

<h4><span style='color:#DF0101;'</span>বিজয় দিবস উপলক্ষে<h2><span style='color:#000000;'</span>গোপালগঞ্জে আশার ফ্রি মেডিকেল ক্যাম্প</h2>

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:- মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আশার…

5 days ago

বাটলু নদীতে ধরা পড়ল ৩৩ কেজির দাতিনা কোরাল

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাটলু নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের…

1 week ago

কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধে মারধর-ভাঙচুরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি নিয়ে বিরোধের জের ধরে শামেলা বেগম (৬৫) নামে এক নারীকে…

2 weeks ago

<h4><span style='color:#DF0101;'</span>বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ<h2><span style='color:#000000;'</span>কাশিয়ানীতে স্ত্রীর স্বীকৃতি না পেয়ে তরুণীর মামলা</h2>

নিজস্ব প্রতিবেদক:- বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রাজিব শেখ (২৫) নামে এক…

2 weeks ago

নিখোঁজ ভ্যানচালকের ‘ফেরার অপেক্ষায়’ পরিবার

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে তামিম মোল্যা (২০) নামে এক ভ্যানচালক নিখোঁজ হয়েছেন। এক সপ্তাহ…

2 weeks ago

কাশিয়ানীতে প্রাইভেটকার ডোবায় পড়ে চালক নি’হ’ত

নিউজ ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে গিয়ে চালক পলাশ মোল্লা…

2 weeks ago