কাশিয়ানীতে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হাসান গ্রেফতার

পরশ উজির:- ২০১৩ সালে ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবু (১৯) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. হাসান শেখ (৪০) কে গ্রেফতার করেছে কাশিয়ানী থানা পুলিশ।

শুক্রবার (১৭ জুন) বিকেলে উপজেলার সন্ধ্যা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. হাসান শেখ কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মো. খলিল শেখের ছেলে।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি হাসান শেখকে কাশিয়ানীর সন্ধ্যা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। আটক আসামিকে ওই দিনই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

জাহিদুল ইসলাম বাবু হত্যা মামলার বিবরণ:- 

গোপালগঞ্জ সদর উপজেলার বেদগ্রাম গোলাবাড়িয়া এলাকার ইজিবাইক চালক জাহিদুল ইসলাম বাবুর সাথে একই গ্রামের খালিদের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০১৩ সালের ২৫ সেপ্টেম্বর পূর্ব পরিকল্পিতভাবে খালিদ মোবাইলফোনে দাওয়াত খাওয়ার কথা বলে সদর উপজেলার কাঁচাবাজার এলাকা থেকে ইজিবাইক চালক বাবুকে একদল লোক ভাড়া করে নিয়ে যায়। কাশিয়ানীর ফুকরা ভুলবাড়িয়া ব্রিজের কাছে ফাঁকা জায়গায় নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে ইট বেঁধে পানিতে ফেলে দেয়। পরে ওই বছরের ২ অক্টোবর পুলিশ তার লাশ উদ্ধার করে।

এ ঘটনায় নিহত জাহিদুলের পিতা সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের মো. নজরুল ইসলাম বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় দুজনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে চার্জশিটে আরও তিনজনের নাম অন্তর্ভুক্ত করে মোট পাঁচজনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৫ নভেম্বর গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এই হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডের রায় দেন। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন।

এই মামলায় দণ্ডপ্রাপ্তরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের খালিদ ফকির, রাজ্জাক মোল্লা, মো. বিপুল ফকির, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের মো. হাসান শেখ এবং নড়াইলের লোহাগাড়া উপজেলার চাচই গ্রামের মো. ফসিয়ার মোল্লা।

admin

Recent Posts

নাশকতা মামলায় ওয়ার্ড আ. লীগের সাধারণ সম্পাদক হান্নান সরদার গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. হান্নান…

7 days ago

কাশিয়ানীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২০

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায়…

2 weeks ago

কাশিয়ানীতে বিরোধপূর্ণ জমির গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষ

ডেস্ক রিপোর্ট:- গোপালগঞ্জের কাশিয়ানীতে আদালতে মামলা চলমান বিরোধপূর্ণ জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে…

2 weeks ago

সড়ক আইনে ‘মামলা’, আসামি ধরতে হাইওয়ে পুলিশের ‘গড়িমসি’

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে উল্টোপথে ও বেপরোয়া গতির ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে চালকসহ…

3 weeks ago

বিএনপি নেতার অত্যাচার থেকে বাঁচতে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচীব এমদাদুল হক…

3 weeks ago

টুঙ্গিপাড়ার স্কুল শিক্ষক রাজু কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলাম…

1 month ago